কতদিন লিখেছি আমি ভাবনার তন্তুতে বেঁধে
কতনা কবিতা উড়ে গেছে আকাশে আকাশে
কত গাংচিল মুখে নিয়ে কবিতার পাতা
ভাত শালিকের মত খড় দিয়ে যেন বাসা বাঁধা
আজকের এ কবিতা শুধুই তোমার...
বাবুই পাখির মত আদরে গড়া কবিতা
দুপুরে ডানা মেলে চলে যায় বিকেলের দিকে
সন্ধ্যায় যখন চারিদিকে আলো
হয়ে আসে ফিকে
ধীরে ধীরে নেমে আসে রাত
কালো চিকচিকে
আর কেউ থাকেনা পাশে
হয়ে যাও তুমি শুধুই আমার
তেমনি যে আজকের এ কবিতাখানি
শুধুই তোমার...