আজ যে বরষা মনে ভরসা
আসবে তুমি কাছে
এমন দিনে আমায় বিনে
কষ্ট পাইবে পাছে ।
জল ভরা মেঘ
তাই এ আবেগ
বাড়ছে আমার আরো
আজকের দিনে দিও গো চিনে
তব প্রেম যে কত গাঢ় ।
আজ কোরোনা আমায় নিরাশ
গভীর হয়ে আসছে নিঃশ্বাস
তোমাকে পাইতে পাশে ।
আজ যে বরষা মনে ভরসা
আসবে তুমি কাছে ।