আহত ভাবনারা মুখ চেপে কাঁদে
চারিদিকে মৃত্যুর মিছিল নেমেছে
আমার কবিতার বোবা কান্নার
নীরব শব্দের ছন্দে থেমেছে;
মৃত্যুর চাকায় পিষ্ট হচ্ছে
ঘর থেকে বেরুলে; কখনো আগুন
এসে জাপ্টে ধরে নিজ বাসভূমে..
পৃথিবী জুড়ে দেখি চলছে মৃত্যু
মৃত্যু নিয়ে সব খেলছে মানুষ
ফেলছে বোমা আর চলছে গুলি যে
কথার লড়াইয়ে মানুষ বলি যে
হিংসার আগুনে পুড়ছে শিশুরা
নিরীহ নারী থেকে অবাল বৃদ্ধ
বনিতা! কে শোনে রে আজ কা'র কথা
ভণিতার মাসুল দিচ্ছে জনতা....