গভীর সমূদ্রে সন্তরনে-
গহীনে আরও গহীনে মুক্তোর আশায়,
এক ভয়ার্ত রজনীর মাঝে-
কূজনে ভরা আলোকিত ভোরের আশায়,
কর্মহীন বেকরত্বে ভাসিয়ে বুক-
একচিলতে সোনালীর আশায়,
হৃদয়ের কোণ হতে নিবেদিত প্রেম-
হৃদসাগরে ঢেউ ফেলে নৃত্য করার আশায়,
কিশোর থেকে যুবক হয়ে-
আপন দর্পে পৃথিবী দাপানোর আশায়,
বৃদ্ধাবস্থায় তিলে তিলে শুকিয়ে,
মায়ার বাঁধন ছিন্ন করার আশায়-
ঘড়ির পানে চেয়ে, ঘন্টাগুলো-
বাজছে দেখো আজ, দু'ঘন্টা বাদে।
ঐ দেখো, দাঁড়িয়ে সে,
তোমাদের অহংকারে, ঘৃণায়,
তিরস্কারে, বিক্ষত বুক নিয়ে;
তোমাদের ব্যস্ততার সঙ্গী হয়ে।
*(২০১৭, ২২শে নভেম্বর, বুধবার)*
*সন্দীপন পাল | হোলাক্ষেত | উদয়পুর*