বহুযুগ বহুকাল বহুপথ ঘুরে
দেখতে গিয়েছি তারে-
উজ্জয়নীপুরে।
বহুযুগে বেঁধেরাখা সঞ্চিত বাণী,
নিবেদিব তারে আজ-
ভালবাসি আমি।
ললাটে চন্দন বিন্দু সজল নয়ন,
কোমল অঙ্গে সাজে পীতাভ বসন।
মন্দিরের পাদদেশে সিঞ্চিত শিখা,
সন্মুখে প্রদীপ লয়ে, মোর মালবিকা।
ধীরপদে এসে বলে অতি মৃদু স্বরে,
কোথায় ছিলে বন্ধু, কেন এত দূরে!
হারিয়েছি ভাষা আজ হারিয়েছি বুলি,
নিস্তব্ধ হৃদয় দুই করছে আকুলি।
তপন বুজেছে আলো,
উঠেছে সন্ধ্যা তারা;
চাঁদের কিরণ, রাঙালো ভূবন;
হৃদয় পাগল পারা।
স্বপ্ন আলোকে উদ্ভাসিত আজ,
চেয়ে আছি তার পানে;
কাঙাল হৃদয় হারিয়েছে বাক্,
চোখের ভাষা, কেবলই সে জানে।
দু'চোখ গড়ায়ে শুধুই আজ-
ঝরে অশ্রুধারা,
শিবমন্দিরে থামল আরতি
স্তব্ধ হ'ল সারা।
(১৭ই ডিসেম্বর, ২০১৭, রবিবার)
Copyright © Sandipan Pal (সন্দীপন পাল)