যদি একদিন এমন হত
স্বর্গ আসত নেমে,
হাত বাড়িয়ে দুটো চেয়ার
রাখতাম মোদের নামে

যদি একদিন এমন হত
(পরম) পিতা আসতেন ঘরে,
বসিয়ে তাঁরে জিজ্ঞাসিতাম,
বহু যতন করে।

বলতাম তাঁরে, ওগো পিতা-
তুমি, কেন এমন হলে;
জন্ম দিয়েই ক্ষান্ত তুমি,
সুখ দিতে ভুলে গেলে!

ভালভাবে বাঁচতে তুমি,
দিলে নাকো হায়!
দিনে সূর্য রোদে পোড়ায়
রাতখানি বিদায়!

ছোটবেলা মন্দ ছিলাম,
পড়ার চাপে হায়!
বড় হলে বাস্তবটা
শুধুই কাঁদায়।

জন্ম দিলে যদি পিতা,
এইকি তোমার মন?
জ্ঞানী গুণী এঁদের তুমি
করিলে নির্ধন।

সব ধন তো দিলে তুমি
অসৎ লোককে হায়!
তাইতো দেখো আজ যে তারা
দম্ভে হার মানায়।

ওগো পিতা তোমার নিকট,
এইটুকু প্রার্থনা,
পরজন্মে যাই করো
মানুষ করো না।

ভাল করে বাঁচতে দিও
পরের জনমে,
উল্টে দিও জগৎটাকে
একটু যতনে।
________________
(২০১৬, ২৭শে এপ্রিল, বুধবার)
________________