আমি কাকাতুয়ায় দিয়েছি দানা,
কাকটাকে করেছি মানা।
কাকটা বড্ড বিশ্রী দেখতে, তেমনি ডাকটাও।
সকাল বেলা বেসুরা ডাকে ঘুম ভাঙে,
আমি বিরক্ত। আজ-ই তাড়াব একে।
প্রতিদিন কাকাতুয়ার ময়লাগুলো
করে দেয় সাফ। সাথে আমারও।
তবুও, বড্ড কুৎসিত দেখতে।
আমি সুন্দরের পূজারী।
আজই তাড়াব একে।
মনে হচ্ছে, কাকাতুয়াটি আজ অসুস্থ,
ধরফর করছে বাসায়।
বের করে আনো একে,
সোনার খাঁচা হতে।
যত্নে বসিয়েছি কোলে।
কি সুন্দর দেখতে। আমি আপ্লুত।
কিন্তু একি,
আমার বাহুখানা করেছে রক্তাত্ব।
ফাকি দিয়ে গেল উড়ে!
দিয়ে গেল এক দগদগে ঘা।
আমি মর্মাহত।
যার সৌন্দর্যে গর্ব ছিল,
ফলাতাম অধিকার। শেষে করল ছল!
সোনার খাঁচা রইল পড়ে, ডুকরে কাঁদে মন।
আজ আবার কাকটা ডাকছে।
কি সুমিষ্ট সেই বানী।
লাগছে ভালো,
অনেকদিন পর শুনেছি কূজন,
ফিরেছে আমার কালো।
কাকাতুয়ায় মন ভাবে না এখন।
আমি খুশি, আমি সুখী।
সুন্দর আমায় ডাকে না আর,
করেনা মোহিত। আমি জীবন হতে,
নিয়েছি শিক্ষা। বদলেছি বাঁচার মানে।
কালো যে আজ বড্ড লাগে ভালো,
কালোই আমার জগৎকে করেছে আলো।