নতুনত্বের খোজ আমি
ফিরি দ্বারে দ্বারে,
জীর্ণ সব আশাগুলো
পড়ে আছে নীড়ে।
প্রতি রাতে আমি এখন
ভ্রমি শুধু হায়,
পুরাতন স্বপ্নগুলো
রাত্তিরে কাঁদায়।
স্বপ্নের ওই কারিগর,
বাঁধি স্বপ্নটারে
পাছে সে হুলো বিড়াল
বার হইয়া পড়ে।
অসহ্য যাতনা মাঝে,
আছি সর্বদা;
জীবন তো নয় যেন,
শুধু এক ধাধা।
আমারে দেখিবে তুমি
সদা হাসিমুখে;
অন্তর বিদীর্ন ব্যাথা,
লুকাইয়াছি বুকে।
তবু আমি বেঁচে আছি
এই রেখে আশ,
কাল হতে হইবে মোর
সুখের-ই প্রকাশ।
কাল কাল করি প্রভু,
কাল নাহি পাই,
কখন ঘুছাইবে দুঃখ,
করিবে বিদায়?