যখনি দেখিবে তুমি,
দক্ষিনা বহিতে করিয়াছে শুরু,
বসন্ত আসিয়াছে।
যখনি দেখিবে তুমি,
হিমের চাদর সরাইয়া, ফনাইয়াছে তপন;
বসন্ত আসিয়াছে।
যখনি দেখিবে তুমি,
পরিযায়ী ধীরে ধীরে ফিরিতেছে নীড়ে;
বসন্ত আসিয়াছে।
গগনে ছুটিছে মেঘ,
ধরনীতে ধূলো;
বসন্ত আসিয়াছে।
ঐ লিচু গাছটায়,
যখনি শুনিবে অলির গুঞ্জন;
বসন্ত আসিয়াছে।
রবি শষ্য যখনি কৃষক-
আনিবে ঘরে,
বসন্ত আসিয়াছে।
বাতাসে ফুলের গন্ধ,
ধূনচির সুভাষ যখন আসিবে ধেয়ে,
বসন্ত আসিয়াছে।
যৌবনের রঙছটা ফুটিবে যখন,
তখন-ই বুঝিবে তুমি;
বসন্ত আসিয়াছে।
বসন্ত আসিয়াছে।।
বসন্ত আসিয়াছে।।।