তোমার হৃদয়ের ঐ ছোট্ট কোণটায় থাকব,
স্বাধীনতা দেবে কি?
তোমায় আপন করে ভালবাসব,
স্বাধীনতা দেবে কি?
হ'ব তোমার সিঁথির সিঁদুর,
সাজাব তোমায় আলতা হয়ে,
স্বাধীনতা দেবে তো?
স্বাধীনতা দেবে কি তুমি,
ঐ আলতা রাঙানো পায়ে নূপুর হওয়ার?
স্বাধীনতা দেবে কি তুমি,
ঐ ভূবন কালো রেশমি চুলের খোঁপা হওয়ার?
হতে চাই নাকচাবি,
হতে চাই তোমার খোঁপায় গোঁজা ঐ রজনীগন্ধা ফুল;
চুড়ি হয়ে বাজতে চাই,
হতে চাই তোমার কোমল কানের দুল।
কোমরবন্ধ হয়ে জড়িয়ে থাকতে চাই,
শাড়ির আচল হয়ে হাওয়ায় উড়তে চাই,
তোমার আষ্টে-পৃষ্ঠে,
সবকিছুতে আমি থাকতে চাই,
তোমায় আপন করে ভালবাসতে চাই;
সেই স্বাধীনতাটুকু দেবে তো?