আজকের বর্ষাটা একটু অন্যরকম,
হয়তো তুমি পাশে তাই।
তোমায় নিয়ে ভিজব আজ,
সে অধিকারটুকু তুমিই দিয়েছ আমায়।
চাতক পীঠে মেঘের দেশে যাব আমি;
করব চুরি চার ফোঁটা জল।
লিখব তোমার কোমল হাতে আমার নাম;
যত্নে রেখো, আমার প্রেমের সীলমোহর।
তোমার রক্তিম ঠোঁটের উপর,
চঞ্চল বারি বিন্দু টলমল,
সৃজিত শ্রেষ্ঠ তুলির টান।
যত্নে রেখো কিন্তু,
তোমার ঐ ভুবন ভোলানো হাসি।
তোমায় যে আমি ভালবেসেছি।
সব অভিমান তোমার আজি,
নেব হরন করে।
হাতে হাত, শ্বাসে শ্বাস, নির্নিমেষ নয়ন;
দুটি হৃদয় একত্রে কম্পিত তখন।
মেঘের ঘনঘটায় যখন,
শিখন্ডী পেখম তুলবে-
তুমি-আমি পাশাপাশি দেখব অপলক।
দুটি মন তখন, একান্ত আপন।
ভালবাসার স্রোতে ভেসে যাবে।
রামধনু রঙ, ইন্দুমতী চাঁদ,
মোদের দেবে আশীর্বাদ।
তোমায় যে আমি ভালবাসি,
ধন্য আমি, ধন্য প্রেম,
ধন্য এ জীবন।
পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আমার তখন।
(২০১৭, ৩০শে নভেম্বর, বৃহস্পতিবার)