মুদলে দু'চোখ হরেক রকম ভাবনা এসে ভেড়ে;
গরুর কেন চারটে ঠ্যং মানুষ দুইয়ে ঘুরে!
পশুর রাজা হিংস্র কেন, কেশর কেন গায়?
খরগোশের সজল নয়ন, লাফিয়ে চলে যায়।
শেয়াল কেন এতো চালাক, হুক্কাহুয়া ডাকে?
ঝিঁঝিঁ কেন চেঁচায় বলো, স্নিগ্ধ সাঁঝের ফাকে।
এতবড় শকুন পাখি উড়ে কেমন করে!
গাধা কেন বয়গো বোঝা, ঘোড়া ছুটে জোরে।
প্রজাপতির পাখনাগুলি রংটা কোথায় পায়?
দোলনচাঁপা ফুলের গন্ধে জগৎ ভরে যায়।
ভ্রমর এসে গুনগুনিয়ে ফুলকে কি শুধায়!
হরেক রঙের ফুলের মাঝে মধু কোথায় পায়?
রামধনুর ঐ সাতটি রং কোথা হতে আসে!
আঁধার রাতে লক্ষ তারা কেন এতো হাসে?
জলের কেন রং হয়না, দুধের রং সাদা।
জোৎস্না রাতে কোথা হতে আলো ছড়ায় চাঁদা?
পৃথিবীটা গোল কেন গো, চৌকো কেন নয়?
হরিৎ রঙে ভূবন ভরা, সৃষ্টি কোথায় হয়!
একলা বসে ভাবনা আসে, হচ্ছে কেন এমন?
কেমন আছে এই পৃথিবী, শুরুয় ছিল কেমন!
(২০১৭, ২৬শে অক্টোবর, বৃহস্পতিবার)