জানো তো এক লাইন দুই লাইন করে
পুষে রাখি কবিতা
সমুদ্দুর চোখে রোজ দুপুরের ট্রাফিক
হলুদ বাতি ফিকে লাল পাঞ্জাবির সুতোয় নিরন্তর
ব্যবধান জমে যায়
বধূ আমার অস্পষ্ট গলায় মুঠোফোনে
করো আবার পটল-পিঁয়াজ ফুরানোর নালিশ
আরো সহস্রবার
জানো তো বাউন্ডুলে
সামাজিকতার সুদকষায় ভীষণ কাঁচা
অনুদ্বায়ী লবণ জলে স্নান আমার
বিকেল অবদি
বধূ আমার অভিমানের রাত্রিগুলোয়
কাঁচের চুড়ি ভেঙ্গো না, অভিশাপ দাও
আরো সহস্রবার