যেখানে হাত ধরার নাম বসন্ত
সেখানে গ্রীষ্মগুলো বড্ড বেশি দীর্ঘ
একলা সূর্য বেরসিক
সাদা রঙ্গীন দেয়ালে পত্রিকা-বিল
উর্ধপাতিত ঘামের লবণে
উদ্বাস্তু হয় দু-বেলার ছত্রাক
পথে বিপথে
একটা অসুস্থ্য বিকেল আর শেষ হয় না
আমাদের ছাদে আমি
তোমাদের ছাদে তুমি ঘুড়ি
আমাদের পিঠে চাতক পাখির ডানা
এক ফোঁটা বৃষ্টি নেই
বসন্ত তো আরো ছ'মাস পরে