সেক্যুলার সেলুকাস গোবরে পা ফেলেই চিৎপটাং
বৈষম্যভেদ্য ঝিল্লীর ওপাশ থেকে এপাশে
অভিস্রবণ হয়নি চেতনা
ইউরিন থেকে ইউরিনিয়াম
লংকা, টংকা, চটি, ঘটি কিচ্ছু
কিচ্ছু এড়ায় না বড়বাবুর চোখ
বড়বাবুর চামড়া এতো পাতলা
বাজারের বেগুনির ভিতরের বেগুনের চেয়ে পাতলা
রাদারফোর্ডের সোনার পাতের চেয়েও পাতলা
মগজে ভরা কেরোসিন আর ড্রাই চারকোল
লাশখানি নিয়ে উষ্কানি দিয়ে কি লাভ বল
বাঁশখানি দিয়ে পুঁতে ফেল মাটিতে
মাসখানেক পর ভুলে যাবে
তাম্র ভাতখোরের দল, বললেন বড়বাবু
আন্দোলন করবি? স্পন্সরশীপ করবেন বড়বাবু
তবে শ্লোগান হবে বড়বাবুর গীতিকাব্যে
জ্বালাময়ী কিছু লিখে
বড়বাবুর জ্বালা বাড়াবি না চে গেভারার ভাইপো
একদম আগা কেটে নোবো পেন্সিলের
পলিটিক্যাল স্যাটায়ার মাড়াবি না
আওড়াবি না মার্ক্সিজমের মন্তর
ইন্টেলেকচুয়াল মৌমাছির ভন ভনে
বড়বাবু ভীষণ বিরক্ত হোন
এই মরা মায়া নেই তোর জীবনের
তোর বোনের কলেজের পথ
তোর ভাইয়ের মতিঝিলের অফিস
সব চিনি কিন্তু আমরা, আর তোর মা
মোহাম্মদপুর কাঁচাবাজারে পালংশাকের আঁটি
নিয়ে দর কষাকষি করে
আব্বা-হুজুর রিটায়ার্ড অকেজো মালটা
রোজ সকালে পার্কে ঢুকে মঈদুলের বাপের সাথে
লাফিং সোসাইটি না কি যেনো একটা করে!
এই মরা তোর এ-টু-জেড আমাদের গুলে খাওয়া
গুলি খাবি? বদহজম হবে বলছি
কাল বাদ যোহর বড়বাবুর পা চেটে দিয়ে যাস