এনিমি অ্যাট দ্য গেইটস সিনেমায়
জার্মান স্নাইপার যখন মৃত শিশুটিকে
ঝুলিয়ে রেখেছিল তুমি খুব ব্যথিত হয়েছো
প্রাইভেট রায়ানকে বাঁচাতে ক্যাপ্টেন মিলারের আত্মত্যাগ দেখে
চুপিসারে দুয়েক ফোঁটা আবেগ মুছে ছিলে
বাবার মুখে শুনেছো শাহবাগের গল্প
উত্তাল জনতার মুখে ফেনা তোলা শ্লোগান, বাকের ভাইয়ের ফাঁসি দেয়া চলবে না
ওসব তোমায় স্পর্শ করতে না পারলেও
জন স্নো কিম্বা ওয়াল্টার হোয়াইটের মৃত্যু
তোমার মিলেনিয়াল হৃদয়কে ভেঙ্গে চুরমার করেছে
আমার খুব জানার ইচ্ছে
ফেলানীর মৃত্যুকে তুমি কিভাবে দেখ?
ফেলানীর মৃত্যু কি তোমাকে স্পর্শ করে?
নির্বিকার আছো! ওহ চিনতে পারো নি তো!
মাথা নীচু করে গুগল করো
সময় পেলে শুনে নিও শহরতলীর “ফেলানী-২০১১” গানটা
“একটা রাইফেল, একটা সীমান্ত
একটা ভিনদেশী বুলেটের আততায়ী অনুপ্রবেশ”
ফেলানীর আর্তনাদে অভিশপ্ত সীমান্তের বাতাস
কাঁটাতার চুঁইয়ে পড়েছে নিষ্পাপ লোহিত কনা
নিজের চোখের সামনে বিদীর্ণ হতে দেখেছে মেয়ের পাঁজর
অথচ বাবা নুরুল ইসলামের সাক্ষ্য ছিল অপর্যাপ্ত
এখনো ১৮১ ব্যাটলিয়নের হিংস্র অমিয় ঘোষরা
নতুন কোনো ফেলানী খাতুনের লাশ কাঁটাতারে
ঝুলানোর অপেক্ষায় থাকে
আমার খুব জানার ইচ্ছে
ফেলানীর মৃত্যুকে তুমি কিভাবে দেখ?
ফেলানীর মৃত্যু কি তোমাকে স্পর্শ করে?

***********************************************
প্রান্তটীকাঃ আসাদ চেীধুরীর "বারবারা বিডলারকে" কবিতা এবং শহরতলীর “ফেলানী-২০১১” গান থেকে অনুপ্রাণিত