মানুষ খাদক চারিদিকে চলছে বেড়ে ব্যাপক হারে,
আজকে যে শিশু ভূমিষ্ঠ হল তাহার শরীর ও ভরছে পেটে!
দানব রুপি পুরুষ সকল দলে দলে শিকার করে,
নারী সকল ধর্ষিত হয় দানব পত্নী নৃত্য করে!
এ এক রাক্ষসী রাজ্যের চিত্রপট ;
যেখানে রানী পায় আবার শান্তির ভোট!
ভাবার নেইকো কোন কারণ
এমন হওয়ায় স্বাভাবিক ;
রাক্ষুসেরদের মদদ করতেই সেথায় পরছে হিড়িক।
ধর্ম গুরু বলেছিল জীবে কর দয়া,
তবেই তোমার মনের মাঝে সৃষ্টি হবে মায়া।
সেদিন কি আর ভেবেছিল পণ্ডিত?
কলিযুগে মানুষ হবে অবতার!
প্রভুর তখন করিবে সম্মান ;
কেড়ে নিয়ে তাহারই আহার!
এতক্ষণে বুঝেই গেছ একোন দেশের গল্প?
এতো নমুনা বাস্তবতার চেয়ে অনেক খানি অল্প।
এখন নিয়ম নীতি ধার ধারেনা তারাই সর্বসেরা।
আমি বেকুব এখন তাই মন্ত্রযপি করে মাথা ন্যাড়া।
ধূর তোমার মানবতার থু থু দিয়ে যাই;
তুমি নাকি শান্তির দূত!
আসলে তো তোমার কাজেই হল, মানুষ পোড়া।
এ করেছ ও করেছ মহান কার্মের যত সূচি।
তুমিই বড় কদর্যরূপ, বিশ্রী এক নারী।
হা তোমায় বলছি রাক্ষুসিনী -
আং--সাং-----সুচি।