এ বেলা রোদেলা,
নয় শিশির ভেজা অথবা সূর্যডোবা।
রৌদ্রের ঝলকানী, প্রেয়সীর ললাট;
সিঁদুরের রংগের আভা,
নাসিকা জুড়ে বিন্দু লবণাক্ত ঘাম-
তাকে করেছে অপরূপ।
পাখিরা শান্ত, হাঁপিয়ে চলেছে-
সঙ্গিনী তবু যেন প্রাণবন্ত।
আমাদের দু'জনের শত স্বপ্ন-
ওরা থাকবে আজিবন জ্যান্ত।
স্বচ্ছ যেখানে, ঠিক যেন দর্পণ
শত শতাব্দীর প্রেমাবতার ভর,
আমাদের আত্নায় করে সঞ্চালন।
বল?
কে করিবে আমাদের বিভাজন!
এ বন্ধন রয়ে যাবে আমরণ।