প্রতিবাদের নেই কোন ভাষা,
কিসের তরে এই প্রতারণা।
কি হবে বৃথা শ্রম দিয়ে তাতে?
হৃদয় যখন জর্জরিত প্রেমাঘাতে!
সর্বহারা হয়েছে যখন অবেলাতে,
কি আর হবে পূজো দিয়ে-
প্রিয় বদনের তরে পুষ্প অর্পনে।
সংগী পেতেই করেছ আপন,
প্রয়োজন শেষে আবার বিভাজন।
অভিনয়ের কৌশল অনেক বেশি উৎকৃষ্ট,
তাইতো অজান্ত মনেই হয়েছি পথভ্রষ্ট।
মাঝে মাঝে মনে হয় তাই,
তার সুখের মাঝে দু:খও চাই।
যন্ত্রণার যে জ্বালা পুড়েছে অন্তর,
তাহার প্রতারণার এমন প্রতিদানে।
সুখ কামনা করি যতই তবু ভাবি,
জ্বলুক একটি অগ্নি তার মনের কোণে।
অবারিত হউক বর্ষন মোর নয়নে-
তার অজস্র অপবাদ আর উপহাসে,
মেনে নিলাম তাই পরাজয় অনায়াসে।
প্রেমের আদলে গড়েছি যে প্রতিমা,
আজি করে দিলেম বিসর্জন।
কেঁদে কেঁদেই যাকনা দিন,
হয়ে ব্যাথার বিস্তৃর্ণ তপোবন।।