তোমার প্রেমের মূল্য দিয়ে-
চেয়েছি দু হাতে ভিক্ষা।
তুমি বুঝিয়েছ অভিনয় ছিল;
যার উপযুক্ত দিয়েছ শিক্ষা।
অধম বলিয়া করেছ তিরস্কার,
আর কি আছে অবশিষ্ট?
তোমাকে হারিয়ে বাধ্য হয়ে,
মেনে নিয়েছি এ অদৃষ্ট!
বিলাসিতা যেখানে অফুরন্ত,
তুমি হবে সেখানে সংশ্লিষ্ট।
প্রকাশ্যে ভাষন করেছিলে সেদিন-
কাপুরুষ, নরাধম,আমি যত নিকৃষ্ট।
আমিতো শুধু অকেজো পাত্র,
গচ্ছিত রাখার জন্য নয়।
পদে পদে নাকি বিফল হব-
আংগুলি নির্দেশ, চিরন্তন পরাজয়।
এসবি তো বলেছিলে ছন্দে-
কি অসাধারণ কথামালা।
আজ তবে কেন এসেছ ফিরে
দিতে নতুন কোন জ্বালা?
আমি বেশ ভাল আছি,
তোমাতে নেই কোন প্রয়োজন।
একটু পরে ব্যাথাতুর তারাগুলো-
আমার আকাশে করবে,
কষ্ট শিরোনামে কিছু আয়োজন।