কিসের তরে জীবন ভর
গাঁথ কষ্টের মালা?
এর চেয়ে তুমি মেনে নাও না
পেয়েছ সুখের সীমানা।
ভালবাসলেই এই নয়তো-
প্রিয়জনকে কাছে পাওয়া,
সুখী হওয়া যায় দুরে থেকেও-
না হউক কিছু দেয়া নেয়া।
প্রতিদান নয় এককেন্দ্রিক ভেবে
বিলিয়ে দাও নিজেকে,
কতটুকু জমল জীবন খাতায়
তাকাইওনা পশ্চাৎ -এ।
এক একটি অপূরিত স্বপ্ন
ভেবে নাও অমৃত প্রাপ্তি,
এমন করে আত্ন হৃদয়-
অনায়াসে কর ব্যাপ্তি।
দেখে তারে কভু করনা যেন-
নিয়মিত দেখার অভ্যাস,
দূর থেকে দূরে ;আরো বহুদূরে,
মেনে নিয়ে বল সাব্বাস।
ব্যাথায় ব্যাথায় হইওনা কাতর,
এসবি মনে কর বিলাসীতা।
সে দেবে এমন প্রতিনিয়ত জ্বালা-
আর তুমি হবে গ্রহীতা।