কেঁদেছি অগণিত রজনী
হৃদয় দহনে,
আশার লোকালয়ে ফেলেছি চরণ
আসলে পড়ে আছি,
আমি শুধু একাই-
নির্জন শূন্য আলয়ে।
অবঙ্গার ভালবাসায়
আমি চিতাভষ্ম হয়েছি,
পুড়ে ছারখার হয়েছে সব ইচ্ছা।
আমার অমর প্রেম
আমাকে কাঁদানোর দিয়েছে দীক্ষা।
এতদিন ছিল যা সান্ত্বনা
সে সবি ধীরে ধীরে
সামান্য সুখের অনুভব গুলোকে
করেছে অতিষ্ঠ যন্ত্রণা।
এ কর্নে যা বাজে
বিরহ সুরের এক
জ্বালাময়ী বীণা।
যন্ত্রণা নামের অগ্নিশিখা
আমার সারা গায়ে-
করে রেখেছি সঞ্চয়,
তাই পরিচয় দিতে গিয়ে বলতে হয়,
এ আমার ঝলসানো হৃদয়।