না ভাবব না, ভাবাটা অনুচিত
না দেখবনা দেখাটা কদাচিৎ,
আড়াল হয়েছে দেহ-মন
সহজ পথে হয়েছে গড়ল।
বলব বলে হয়না বলা-
আগের চেয়েও মধুর বাক্য।
হতে পারি নাই আজো
একটু হলেও অধিক শক্ত।
এখন হবে না আর সংলাপ
তোমার প্রত্যক্ষ দর্শনে,
অংগ মাঝে হবে না শিহরণ
দেবে না ডাক আকর্ষণে,
এ সম্পর্ক হবে বিকর্ষণ।
পেতে হবে অবলিলভাবে,
তোমার প্রতি নিয়ত প্রহসন।
হবে না খুব বেশি ভাবা
সরল গতির ধারায়,
তবু নষ্ট স্মৃতি গুলো এখনও
আমাকে তাড়া করে বেড়ায়।
নানান স্বপ্ন নিয়ে হবে না কথা
হয়ে গেল চিরতরে ধ্বংস,
তুলব না প্রিয় ভুল করে কোনদিন
অধিকারের প্রশ্ন।