আমার অনেক কাজ রয়েছে বাকি
তাই নিলাম ওরে বিদায়।
টাল মাটালে কাটিয়াছি বেলা
কিছুই হয়নি আদায়!
কর্ম কর্ম করেই শুধু যপিয়াছি মালা
এখন আমার প্রধান ফটকে ঝুলিতেছে তালা!
হায় -হতাশায় বুকের মাঝে করছে আলোড়ন,
আমায় বুঝি ক্রমে ক্রমে ডাকছে নাছোড় মরণ।
অনেক কিছুই স্মরণ আসেনা এই যাবার বেলাতে,
বহুরুপী খেলাঘরের এই জগত মেলাতে।
তারই ডাকার সময় যখন করছি অহংকার,
তবু আজি তারই আশার কাটছে দিবস রাত।
যেথায় থাক ভাল থাক বন্ধু যত মহল,
আমায় তোরা করিস না আর ভুলেও কভু স্মরণ।
সময়:৫.৫৪ তারিখ-১০/০৫/২০১৭