*১৬ অক্ষর যুক্ত*
*******************
তোমার রূপে বিভোর আমি মুগ্ধ আমি মনে
আমি যবে দাঁড়াই এসে তোমারি ফুলবনে ৷
এসেছি আমি সবুজ ঘেরা প্রকৃতির মাঝে—
তুমি আছো ঘিরে মোরে তোমার লাবণ্য লাজে ৷
পাখি সকল গাইছে গান এখানে ওখানে,
মনসুখে আমি চেয়ে আছি তব রূপ পানে ৷
শুষ্ক পাতা শুকনো শাখে তোলে মর্মরধ্বনি,
মত্ত বায়ের স্পর্শে করে আনন্দে মাতলামি ৷
রবি দেখো শেষ বেলা হাসছে তরুর সাথে—
কইছে কথা লতার সনে আপনার বাতে ৷
রশ্মিচ্ছটা ছড়িয়ে আছে গাছের ফাঁকে ফাঁকে,
যেতে নাহি চাইছে সে আজ ওপাড়ের ডাকে ৷
সুমন সারি পাতছে আড়ি গোপনে গোপনে,
শুনছে কথা তোমা’ আমার অতি সন্তর্পণে ৷
আমায় তুমি বিভোর করে যাচ্ছ তুমি চ’লে,
আবার কবে আসবে তুমি—এ টা যাও ব’লে ৷
পথটি চেয়ে বইসে আমি থাকবো তোমারি,
না আসিলে তোমার সাথে রহিবে খুব আড়ি ৷
মৃদুস্বরে কইলে তুমি আমার কানে কানে—
দেখতে আমি পাবো তোমায় মনের নয়ানে ৷
              ***********
                    *****
                        *