*******
ওহে ঈশ্বর ওহে আল্লা ওহে গড্—কোথা তুমি আজ?
গোটা বিশ্ব খুঁজিছে তোমায় জ্বালিয়ে বাতি সাঁঝ ৷
এসো এসো এ ধরায় এসো অসহায় মানবের মাঝে
ওরা যে হায় হারাইছে আজ বিশ্বাস তোমার কাজে ৷
একে একে দেখো মরছে মানুষ—তোমারি তো ও প্রাণ
বাঁচাও বাঁচাও ওদের তুমি গাহিয়া সেই ছুমন্তর গান ৷
বাড়াও বাড়াও তোমার ওই মায়াবী করুণার হাত
ঘোচাও ঘোচাও তিমির কালো দুঃস্বপ্নের ভয়াল রাত ৷
কতদিন আর থাকবে তুমি আঁখে কালো কাপড় বেঁধে
তোমা অশ্রু দেখাও এবার তুমি মানবের সাথে কেঁদে ৷
এসো এসো এসো গো তুমি এসো—আমাদের কাছাকাছি
নাকি কহিবে তুমি নীরবে স্বামী 'আমি তোদের মাঝেই বাঁচি'৷
                     ***********
                           *****
                               *