**********
হে বিশ্বমাতা, তুমি জাগাইবে কি আবার চুপে
তোমার আগের সেই প্রাণ ?
সাজাইবে কি আপনার রূপখান
আগেকার সেই লাবণ্য রূপে ?
হে ভূবনময়ী, যে পরাণ যে রূপ তোমার
কলুষ নয় এ মানবের রক্তমাখা হাতে
অথবা ওদের করাল ও মলিন দৃষ্টিপাতে ৷
অথবা পারেনি তাঁরা ছুঁতে তব পবিত্র আকার ৷
হে মেদিনী, এ মানব জানে কেবল ধ্বংস ও মারা—
জানে না কি করে হয় গড়া,
কি করিলে বাঁচিবে তাদের ধরা—
জয়ের মাঝে নীরবে তাঁরাই সর্বহারা !
হে মায়াময়ী, আমি দেখিতে চাই তোমার সেই আকার,
তোমার রূপ তোমার লাবণ্য,
তোমার সবুজ তোমার অরণ্য,
আগেকার যখন মানব আসেনি কোলে তোমার ৷
হে বসুমতি, নতশিরে আমি মাগি তোমার দ্বারে—
আরও একবার এসো নতুন ক’রে
নতুন লাবণ্যে নব সবুজে নব ধরে—
এ মানব তদা নিশ্চয় করিবে তৃপ্ত তোমারে ৷
***********
*****
*