***************
সকাল থেকে চলে তোমার কাজের মধু পান ৷
নিদ্রা ভাঙায় পাখি সকল কণ্ঠে গেয়ে গান ৷
কারখানায় শ্রমিকের মাঝে
তোমার ব্যস্ত হৃদয় সদা রাজে—
এদের রূপে এদের কাজে
তুমি ফোটাও তোমার অনেক ব্ড় দান ৷
সকাল থেকে চলে তোমার কাজের মধু পান ৷
কৃষক সাজি’ সৃজন করো তোমার আরেক মহাপ্রাণ—
ক্ষুদার জ্বালা মেটায় মোদের তোমার এ মহাদান ৷
ধরার ‘পরে বাসায় বাসায়
মোদের সকল হিয়ায় হিয়ায়—
সুখ-দুখে মাতো তুমি হাসিকান্নায় ৷
ধরায় তুমি দাও মোদের নতুন নতুন নাম ৷
সকাল থেকে চলে তোমার কাজের মধু পান ৷
জ্ঞানের আলো বিলাও তুমি গুরুর বেশে,
জ্ঞানের আলো তুমিই নাও—গুরুকুলে এসে ৷
তুমিই শেখাও ‘মা’ হ’য়ে
তব কচিরূপকে কোলে ল’য়ে
শত উৎপাত ক্লেশ শ’য়ে ৷
মোদের সবার মায়ের রূপ—তোমারি আরেক নাম ৷
সকাল থেকে চলে তোমার কাজের মধু পান ৷
সিক্ত মাঠে কাদার ‘পরে তুমিই খেল তোমায় নিয়ে—
মিত্র সাজি আলাপ করো মুখের মধুর ভাষা দিয়ে ৷
অন্যায়ে তুমি অস্ত্র ধরো
তোমারি প্রাণ বধ করো ৷
তুমিই জয়ে আনন্দ করো—
বিলাপ করো পরাজয়ে গেয়ে ব্যাথার গান ৷
সকাল থেকে চলে তোমার কাজের মধু পান ৷
ভাইয়ের বেশে বোনের বেশে তুমিই আসো সবার ঘরে,
মায়ের বেশে পিতার বেশে তুমিই রহো সুখ দুখের তরে ৷
তোমার এমন মধুর নামে
কান্না হাসির এমন খামে
ধরা সাজে তোমার দানে—
গলায় গেয়ে তোমার দঃখ সুখের গান ৷
সকাল থেকে চলে তোমার কাজের মধু পান ৷
**********
*****
*