আঁধার বারিবালা,তুমি কেন ডাকো আমায় বারে বারে,
তোমার ঘন তিমির আঁচলের পানে!
আমার সময় কি শেষ হ’ল এখানে ?
নাকি তুমি এসেছো,এসেছো অনেক আগে মোর দ্বারে ?
আঁধার বারিবালা,তুমি কেন ডাকো আমায় বারে বারে!
তোমার ওই ঘন তমসার রূপে আমার হৃদয় ভয় করে ৷
আরও কিছুদিন সে চায় থাকিতে
এ ধরায় দুঃখ আনন্দের খুশিতে—
সে জানে সেই খুশি অনলে নিজেই হ’বে ছাই এ পারে!
আঁধার বারিবালা,তুমি কেন ডাকো আমায় বারে বারে ৷
তবু যেতে নাহি চাহে এ মন তোমার আঁধারের ডাকে ৷
চাহে তোমায় বাঁধে মায়াবাঁধনে—
তুমি হও জীবনসাথী এ লগনে ৷
থাকিব হেসে খেলে তোমায় যেতে নাহি দিব ওপারে—
তাহলে আঁধার বারিবালা,তুমি এসো,এসো একেবারে ৷
***********
*****
*