বসন্তের বাতাস ওর প্রাণে
প্রতিবছর কোমল পরশ দানে,
জাগা’তো ওরে
বসন্তের ভোরে
কোকিলের বাসন্তিক স্বরে ৷
বসন্তের আবির স্নান করা’তো ওরে ৷
আকাশ রঙিন হয় রবিকিরণে
প্রভাতে ও গোধূলিতে
প্রকৃতির মায়ার তুলিতে ৷
বিগলিত আকুল মৌমাছি ছোটে
আম্রমুকুলের পানে প্রাণপূর্ণ বসন্তে-
আবিরের অবগুণ্ঠনে মাতাল প্রাণে
মিলিত ও প্রণয়ীর সনে রঙিন নবাবরণে ৷
আজ বসন্ত,কোকিল ডাকে সবুজের ফাঁকে-
বসন্ত আবির, আম্র মুকুলের গন্ধ
আগের মতই বিরাজে বাতাসে ৷
পলাশের বাহার,পারুলের নাচনে,
শিরিশের হিন্দোলে,নব কিশলয়ের সমাগমে
বসন্ত হ’য়ে উঠে আরও বাসন্তিক ৷
বসন্ত আজ নেই শুধু ওর মনে-
বসন্ত ঢেকে রাখে ওর গা
এক ফালা শ্বেত শুভ্র সাদা বসনে ৷
আবিরের রঙ্ ছোঁয়া মানা,
কারণ ও-ওই বালিকা বধূ আজ বিধবা
সমাজের ঘৃণ্য নিয়মে!
         *****
           ***
             *