*১৪ অক্ষর যুক্ত*
********************
তোমার ভালোবাসায় দোলে বৃক্ষরাজি
দোলে নতুন শাখ নব পল্লবে সাজি’ ৷
তোমার ইশারায় পাখি দল বিহ্বলে
ডানা মেলে ভেসে বেড়ায় আকাশ তলে ৷
তোমারি মাতাল দোলের মধুর প্রেমে
জাগে লহরী বিশাল পারাবার প্রাণে ৷
নদীও উতলি ওঠে তোমার দোলায়
ছলাৎ ছল গান বাজে তাঁর গলায় ৷
তোমা কোমল প্রেমজাগানো মৃদু দোলে
তোমার পিছে পিছে বাদলসারি চলে ৷
তপ্ত দিনের কড়া তাপ করিতে দূর
ক্লান্ত পথি’ ভোলে পথ,আপনার পুর—
তোমার শীতল প্রাণ জুড়ানো ছোঁয়ায়
সে তো ব’সে রয় শীতল তরুর ছাঁয় ৷
প্রাণ তুমিই বাঁচাও প্রাণ বায়ু হ’য়ে
তুমিই তো লহ প্রাণ শ্বাসে বিষ ল’য়ে ৷
কখনো তুমি ভয়ঙ্করী ঘূর্ণী উম্পুন—
ভাঙো হাজারো ঘর কত শত উনুন ৷
কেড়ে নাও কত শত প্রাণ মানুষের,
কত তরুর কত নির্বাক পশুদের ৷
কখনো আবার তুমি সৃষ্টি কারিগর—
নির্মাণ করো বালিয়াড়ি মরুর ‘পর ৷
ভাঙো তারে আবার তোমার এ খেলায়
নতুন করে গড়ো হে নতুন বেলায় ৷
তুমিই এনেছো প্রাণ এ ধরার বুকে
মাতাও সকল প্রাণ সুখ আর দুখে ৷
এমনি চলে তোমার ভাঙন গড়ন—
এ প্রেমময়ী প্রিয়ার প্রেমের ধরন !
          *********
                ***
                  *