************
আঁধার রাত—একটু বেশি যেন—ব’সে আছি
আমার ছোটো কুঁড়ে ঘরে—মাচার ‘পরে—
এক কাঁঠাল গাছের তলে;ধানের খড়ে
ছাওয়া আমার ঘর—এই ঘরেই আমি বাঁচি ৷
প্রবল বারি বর্ষণ ওই এলো ঝির্ ঝির্ রবে;
তারি মাঝে আলো জ্বালে কেউ—
আমায় ঘেরে পাহাড় সম ঢেউ
ঘন তিমির কালো আঁধারের—আলো নিভে গেলে নীরবে ৷
নুপুর পায়ে আঁধার কালো বারিবালা যেন
ডাকে আমায় তাঁর নয়ন পাতে—
তাঁর ঘন তিমির কালো হাতে
আমায় বাহিরে দাঁড়াতে—জানি না আমি কেন?
সে আমার নীরব ভীত মুখপানে
খুঁজে পায় না কোনো এর মানে—
তাই লুকায়ে সে যায় নিশ্চুপে
আপনার আলোক পাতে—তরু বাড়ির ছায়ার স্তুপে স্তুপে ৷
খালি বারিনুপুর ঝর্ ঝর্ বাজে
আমার আঙিনায়—সাগরের মাঝে!
আবার ফিরে আসে সে আলো নিভে গেলে
আঁধারের সাথে আঁধার বারিবালা—তমসার আঁচল মেলে ৷
              ***********
                    *****
                        *