*১৭ অক্ষরযুক্ত*
জলধরের কান্নায় ওরে গড়িয়ে পড়ে পানি—
নতুন রূপে মাতে আমার প্রিয় জগৎখানি ৷
গ্রীষ্মের যত সুখ-দুঃখ ছিল ধরার ‘পরে,
সবই বারিদ ধূইয়ে দিল বারিস্মাত ক’রে ৷
খিঁদের জ্বালায় পেঁচা কাঁদে নিবিড় অন্ধকারে,
ভয়ের আভাস জড়িয়ে রাখে সারা বনানীরে ৷
চাতক পাখি কাঁদছে ব’সে বৃষ্টির প্রতীক্ষায়,
মেঘ আমায় শীতল করে তাঁর অশ্রুধারায় ৷
কসাইখানায় কাঁদে প্রাণী মরণ অপেক্ষায়,
শিশু কাঁদে একলা ঘরে-মা কে ভীষণ চায় ৷
প্রিয়া কাঁদেন বিজন গৃহে প্রিয়ের তাড়নায়,
নীড়ে মা কাঁদেন ব’সে ছেলের মৃত্যু যন্ত্রণায় ৷
ভ্রাতার লাগি বোন কাঁদে-ভাই বোনের স্মরণে—
সন্তানেরা কাঁদেন ব’সে মাতা-পিতার মরণে ৷
বন্যেরাও কাঁদে বনে এদের সম বেদনায়—
আমি কাঁদি ওহে নাথ এদের সবার কান্নায় ৷
*********
***
*