********
পত্র একখানি পাইয়াছি,এখনও খাম খুলি নাই—
খুলিনি মানে সাহস হয়নি খুলিবার! কে তুমি ?
তোমায়-আমি কি চিনি?এর উত্তর গুলো এখনও অজানাই!
খুলিনু খামখানা;—পত্রের আদ্যপ্রান্ত খুঁজিয়া
শুধু পাইনু এক কোণে লিখা ‘তোমার প্রিয়তমা’—
আর এও লিখিয়াছো যে তুমি ভীতমনে-দেখিনু বুঝিয়া ৷
ঘরের দাওয়ায় বসি’ আছি হাতে ল’য়ে তোমার চিঠি—
ভাবিতেছি কি লিখিবারে চেয়েছিলে তুমি?
এ কোনো ছলনা!নাকি তুমি পাঠাই’ছো এ সাদা
পাতা তোমার গায়ের সেই অমলিন গন্ধ মাখিয়া ৷
না না সে তো হ’বার নয়! পাতার গন্ধ বিনা তোমার
এ মধু পত্রে আর কোনো সুরভি তো মাখা নাই—

নাই কোনো কালিমাখা অক্ষর,শব্দ বা তোমার প্রেম নিবেদন;
তবে কেন এ ভাষাহীন সাদাপত্র করিয়াছো তুমি প্রেরণ?
তাহলে কি ভুল ঠিকানায় আসিয়াছে এ চিঠি! দেখি
আবার খাম ল’য়ে টানি’—ঠিকানা তো আছে লেখা ঠিকি ৷
তুমি তাহলে খেয়াল করো নাই—লিখিবার সময় তোমার
কলমের কালি ফুরা’য়ে ছিল—অথবা হ’তে পারো তুমি
অন্ধপ্রেমিকা—তোমার মনে বাঁচে হেলেন কেলার!
মন মানে না তাও,ভাবি ব’সে হায়—তুমি কি চাও ?
এমনি সময় তপন আলোয় তোমার চিঠি আলোময়!
সাদা পাতায় অক্ষর,শব্দ ভাসি’ উঠে আমার সন্মুখময়!
পাঠ করিনু চিঠিখানা মনে মনে ডান হ’তে বামে—
মধুর ভাষায় এ পত্রখানি আসিয়াছে আমার নামে ৷
সারা পত্রে তোমার ভালোবাসার জাল বোনা—
কি করি’ ফিরা’বো এ প্রেম;ওগো আমার প্রিয়তমা ?
                 ***********
                       *****
                           *