*****************
আমি যখন ভাবি ঘরের এক কোণে ব’সে
একা আপনমনে,তোমার কথা—এক কাঙ্খিত  নির্জনতা
তখন আমায় ঘিরে আসে;-ওই পর্ণমোচী বৃক্ষ যেমন
অনুভবে সমগ্র শীতের কালে পল্লবহীন বিজনতা ৷
তুমি চ’লে গেছো দূর হ’তে দূরে,বহু দূরে;-
আমার দৃষ্টির বাইরে;-সেই তেপান্তরে—
যেথা তোমার পূর্বপুরুষ হয়তো আগে থেকেই আছে
অথবা আছে তোমার চেনা কোনো মিত্রের আত্মা!
তুমি নেই তাই;আমায় ঘেরে এক নিগড় অবশতা—
পায় ও হাতে;-তারপর ধীরে ধীরে সারা শরীর ও মন!
জীবন হ’য়ে উঠে আমার সেই সরু নর্দমা নালার মতন
প্রবাহে নেই কোনো টান্—সহজেই তাতে
অজস্র ‘শৈবাল দাম’ জন্মায় তার গতিপথে ৷
অথবা আমার জীবন সেই ঘোড়ায় টানা গাড়ি—
পড়ে আছে ওই সংকীর্ণ গভীর ভয়ঙ্কর গিরিখাতে—
মরিচা পড়িবে নীরবে দেহের সব সন্ধিস্হলে;-
তারপর শেষ হ’য়ে যাবে গিরিখাতে একদিন
এ মধুর লালসার মানবগাড়ি!
             ***********
                   *****
                       *