*কবিতা টা সবার ভালো নাও লাগতে পারে।এটা বাচ্চাদের জন্য লেখা।আর আপনাদের ও কেমন লাগল জানাবেন।*
**************
আনন্দ আমি যা পেয়েছি মোর আপন শিশুকালে
এটা বোধ হয় সেরা পাওয়া ধরার মায়াজালে ৷
খোলা নদীর চরে
সবুজ তৃণ ‘পরে
ঘুড়ি ওড়াইয়াছি যে কত,বাতাসের দোলে দোলে—
সীমানা তাহার নাই আমার মনের অন্তরালে ৷
নীল আকাশের নীচে ঘুড়ি যাইতো কোথায় ভেসে !
সাপিনীর মত উড়িতো সে হায় বিভোল বাতাসে ৷
লাটাই হাতে মিত্র সবে
গেহ হতে নীরবে নীরবে
মায়ের আঁখি ফাঁকি দিয়া,বের হতেম পালে পালে—
সুহৃত সবাই প্যাঁচ খেলেছি গানের তালে তালে ৷
***********
*****
*