বাঞ্ছার ভিড়ে আছে ভ’রে এ লালসার তরী!
আঁধার বারিবালা, তব জায়গা কোথা করি?
সাফল্যের তরে অভিলাষ সবে,
প্রসারিছে ডানা মমতার ভবে-
সবার সবুজ কাঁচা প্রাণ আমি কেমনে হরি?
আঁধার বারিবালা, তব জায়গা কোথা করি?
আমার এ তরী ডুবুডুবু বাঞ্ছা সবের ভারে!
মাঝির সনে আপোশ করি’,
বাঞ্ছা সবের টুঁটি ধরি’,
আমি দিলেম ফেলি’ এই গহন পারাবারে ৷
ঠাঁই এর পাশে ঠাঁই মেলিছে আমার তরী;
আঁধার বারিবালা, তুমি বস আপন করি’-
প্রাণকে ছাড়ি’ চলি আমি আঁধার পানে,
সুখের ঘ্রাণে!
*****
***
*
এখানে 'আঁধার বারিবালা' কে আমি মৃত্যু হিসেবে কল্পনা করেছি।।