কিহে প্রিয় কবি কি করিছো দিবস হ’তে রাত?
কলম দিয়া আঁকি’ আঁকি ছিঁড়িছো খাতার পাত!
কবিতা লেখিবার চেষ্টায় আছি হে মোর বিদুশি ৷
কিন্তু আসিছে না কিছু মস্তকে মোর
ভাবিতেছি খালি প্রাতঃ হ’তে ভোর!
যা আসে অবশেষে কবিতা নয় সে কেবল ভুসি!
শোন আমি বলি আগে কবিতা পড় ভাল ক’রে ৷
মন দিয়ে ধ্যান দিয়ে মজা নাও তব প্রাণ ভ’রে—
একবারে না হইলে পড় বারেবার মন যত চায় ৷
প্রথমে মনে মনে দেখো একবার,
তারপর সরবে পাঠ করো বার বার—
নীরবে ফুটিবে কবিতার ভাব মনের মণিকোঠায় ৷
কবিতা রচার চেয়ে কাব্য পড়ায় মন দাও আগে,
দেহমন কে জড়াও ওই কবিতার রাগ—অনুরাগে ৷
কবি হওয়ার আগে পাঠক হও ভালো,
সকল পঙতিতে মনের ভাব জ্বালো ৷
পাঠক হও,পাঠক হও,আগে পাঠক হও ভালো ৷
***********
*******
***
*
* আমার এক শুভাকাংক্ষীর সাথে আমার কিছু কথপোকথন! আমি শুধু ওনার কথাগুলোকে সাজিয়েছি।ওনার নাম টা আমি দিতাম কিন্তু অনুমতি না নিয়ে দেওয়া টা ঠিক হবে না, তাই!এটা আমার ব্যক্তিগত জীবনের কবিতা।এই অকবি মাঝে মাঝে অকবিতা লিখবেও!আসলে সময়ের চাপ।হা হা হা।