শহরের একঘেঁয়েমী আমি
বিসর্জন দিই অঞ্জনায় নামি’ ৷
আমার অঞ্জনার শীতল রসে
প্রাণের ধারা এখনও হরষে
স্নান করে, খেলা করে
সবুজে মোরা অঞ্জনার চরে ৷
শহরের একঘেঁয়েমী, কোলাহলের ভিড়ে
আমি অশান্ত,
ক্লান্তিতে ক্লান্ত;
তাই বিসর্জন দিই সব অঞ্জনার তীরে ৷
গোধূলির আগে,
রবিরক্তের দাগে,
অঞ্জনা রক্তে লাল,
আমি তুলে দিই এ বিষন্ন পাল-
আমার বিষন্ন প্রাণ ছুটে চলে
সবুজের ভিড়ে,প্রাণ ধারার দলে
নীরবে নীরবে-
শোনে গানের সুর
প্রাণরসে ভরপুর
ওরা গাইছে সবে ৷
বায়ের হিন্দোলে আমি জাগি;
আমি হিল্লোলিত
আমি জীবন্ত
নতুন গোধূলির লাগি!
   *****
     ***
       *