বৈশাখী,তুমি এসেছো?
এসেছো আমার বেদনদুয়ারে,
তোমার হাসিমাখা পরিবারে!
এসো এসো, বসো এ আসনে,
পেতে রেখেছি বহু যতনে
তোমার লাগি, এ মানবপারাবারে।
ধরায় মাটি সিক্ত আজ মানবের নয়ননীরে,
নয়নধারা বইবে এবার প্রাণহীন নদ্যন্তরে ৷
বৈশাখী, বসো তুমি তোমার চরণজোড়ে-
এ নদী পারে;
মানবতার মাদক মিশিয়ে দাও নদী জলে,
বিকশিত হোক মানবতা সব মানবের অন্তরে ৷
*********
*****
*