***********
যার উষ্ণ তবে পেলব ছোঁয়ায় তুমি
এত শক্তিশালী;এত দৃঢ়তা জাগে তোমার ধরে—
তোমার শিরায় শিরায় প্রবাহে অতি উচ্চ চাপে
এ রক্ত রঙিন ঘন তরলের প্রবল ধারা—
আর ক্ষণিকের মনতৃপ্তির নেশায়—এক তিল
শুভ্র প্রাণ তরল বিসর্জনের আশায়;
তুমি হ’য়ে ওঠো কভু হিংস্র জানোয়ার;নৃশংসতায়
ভ’রে উঠে তোমার প্রাণ;তোমার তনুসারা—
আর সেই পাশব নৃশংসতা কাড়ে কত মানব
কোমল গোলাপের প্রাণ—সাজানো গোলাপের সেই
পাপড়ি তুমি তোমার কামনার দন্তের কামড়ে
স্তরে স্তরে রক্তাক্ত ক’রে ফেলে দাও রাস্তার ধারে—
অথবা ফেলে দাও জঙ্গলে অথবা নদীর জলে!
গোলাপের করুণ কান্না পোঁছায় না তোমার কানে!
মানবতা জাগে না একরত্তি তোমার কঠিন প্রাণে!
মনে রেখো একদিন সব রক্তাক্ত কোমল গোলাপের
একত্রিত করুণার চিৎকারে তুমিও হ’বে অসহায়!
সেদিন কে বাঁচাবে তোমায়?
***********
*****
*