পেটে কিছু পড়েছে, চোখে ঘুম ধরেছে,
বাইরেতে বারিধারা ঝরঝর ঝরেছে।
অলসের কারখানা আরামের দেহখানা
নেতিয়ে যে পড়েছে-
চোখে ঘুম ধরেছে।
এমন দুপুরে আজ ঘরদোর বন্ধ,
দিন যদি রাত করি হয় না তা মন্দ।
সময় কাটছে কিছু, ছোটা নেই তার পিছু,
খোলসে অলস মন মরেছে-
চোখে ঘুম ধরেছে।
এভাবেই দিন কাটে চেয়ার-টেবিল-খাটে,
হইচই, হুল্লোড় সবই তো মরেছে মাঠে।
মন শুধু হাতড়ায় খেই হারা ভাবনায়,
অসীমের সীমা এসে খাটের কোনেতে বসে
যেন চুপ করেছে-
চোখে ঘুম ধরেছে।