আমি যদি "আমি" হই, তুমিও তো "তুমি"
অন্তরে, অন্দরে অন্তর্যামী!
তুমি-আমি পরিচয় সেই অন্তরে,
মিলব দুজনে এসে হৃদিবন্দরে।
কেন তবে ভুলে থাকা সেই পরিচয়,
কার অভিশাপে আজ দূষিত প্রণয়?
নাম যশ খ্যাতি আর উপাধির বশে,
কত কিছু উচু নীচু আঁক কষো কষে।
সেসব তো তুমি নও, যেসব তোমার,
মুখোশকে ভাবো কেন মুখের স্বাকার?
অসীমের সীমা এনে চারটি দেয়ালে,
বাঁধো কেন বন্ধু ভুলের খেয়ালে?
দেয়ালে দেয়াল তুলে রচ ব্যবধান,
সে দেয়ালে মাথা ঠুকে আহত এ প্রাণ।
দেশ কাল সীমানার গন্ডি পেরিয়ে,
মিলনের ক্ষুধা-বুকে দু'হাত বাড়িয়ে,
সৃষ্টির সীমানায় রয়েছি দাঁড়িয়ে!
পাঁজরের হৃদয়টা করে সম্বল,
ছিড়ে ফেলো আছে যত ঝুটা শৃঙ্খল,
থেমে যাবে অশনির সব কোলাহল।
দুজনাতে মিলি যদি কিসে আর ভয়?
মিলনের পৃথিবীটা আনন্দময়!