কখনও কি আনমনা হও-
প্রিয় গানটি গুন গুন করতে করতে?
কিংবা ঘর সাফ করতে গিয়ে-
পুরোনো কোন কাগজ পেয়ে পড়তে পড়তে?
নাকি নির্বিকারে ঝাটা বুলিয়ে দাও স্মৃতির গায়ে;
সুখের ঘরে ওসব যে বড্ড জঞ্জাল!
বকুল ফুলটি কি আজকাল প্রিয় হয়েছে তোমার,
এক কালে অপ্রিয় ছিল যা আমার মতই?
কোনদিন যদি জানালার পাশে তুমি একা বসে,
আর দক্ষিনা বাতাসে ভেসে আসে বকুলের ঘ্রাণ,
আর যদি ভাল লেগে যায় বকুল কিংবা আমায়;
তুমি লজ্জা পেয়ো না, অনুতাপ কোরো না যেন।
বরং জল দিয়ো বকুলের গাছে।
কেন কি, কোন সুদূরের তুচ্ছ স্মৃতি, ফুলের আড়ালে তুচ্ছ কোন ভুল,
গোটা বকুল জাতটাকেই তোমার অপ্রিয় করার দাবি রাখে না।
দাবির দিন সেই দিনই গেছে!