তোমার শীতাতপ নিয়ন্ত্রিত ঘর,
জানি, এ উত্তাপ ও ঘরে পৌছুবে না।
ও ঘরে মধ্যবিত্তের নিম্নবিত্ত প্রেম দেয়ালে ঝুলে থাকে,
শো-পিস হয়ে বিকিরন করে উচ্চবিত্ত দীপ্তি।
ভাল থাকাটা জরুরি, আর,
নিরুত্তাপ সময় বড় ভাল রাখে।
তাই দরজা জানালা বন্ধ রেখেছ হিসেবি আগলে,
যেসব পাগলে এসব ছেড়ে ডাকে তোমাকে-
দুঃখবিলাষী ব্যর্থ পদ্যে, তারা বঞ্চিত থাক!
বরং টিভির পর্দায় যারা আবেগ বেচে খায়,
তারা তোমাকে পায়;
মুগ্ধ দৃষ্টি, পাশবালিশে হেলানো শরীর,
আদুরে আরাম, ঠান্ডা ঘর!
তাই বলে কি বাস্তবে এমন হতে হয়?
সেই কাঁচা মাথা কি আছে, নিজের গন্ডি মাড়িয়ে যাবার,
দিন বদলের স্বপ্নের ঘোরে বেচে দেবে মন অল্প দামে?
কখনও নয়!
ওসব শুধু ব্যার্থ প্রেমের গানের কথায় মানায়।