থামো রাত, পর্দা টানো,
আমি ভোর হব!
রচব সব আলোর উপাখ্যান-
সবুজের শিরায় শিরায়।
চাঁদ তারা খসে গেছে বহু যুগ আগে,
পেঁচাটিও থামিয়েছে অলক্ষ্মী ডাক,
মাতালও টলছে ঘুমে সব কালো ঘেঁটে;
বিরহী চোখের জলে গুলেছে আঁধার,
আমি ভোর হব!
মুখরতা লিখে দেব পাখিদের ঠোঁটে।
সব আঁধার শুষে যাক কালো গহবরে,
থামো রাত, আমি আলো হব!
উষ্ণতা লিখে দেব গরিবের ত্বকে।