যে দুঃখ পায় তাকে তুমি দুখী বলো,
আর যে দুঃখকে বরণ করে নেয়(কোন সাধে কে জানে)-
তাকে তুমি কি নাম দেবে?
পথে কাঁটা বিধলে রক্ত ঝরে, তুমি কষ্ট পাও।
আর কাঁটার কষ্ট ভেবে যার রক্তক্ষরণ, সে তবে কি পেয়েছে?
ধুলো-মলিনতা দুরে রাখতে প্রতিদিন তোমার কত প্রসাধন,
আর পথের ধুলো যার অঙ্গভূষণ, ফুসফুসের আয়ু কমায় সম্মৃদ্ধ কনায়-
সে তবে কিসে সৌন্দর্য দেখেছে?
ভালবাসা না পেয়ে নিজেকে হয়ত নিঃস্ব ভাবছ,
কিংবা পেয়ে সুখী হয়েছ।
আর ভালবাসতে বাসতে যে নিজেকে দেউলিয়া করছে নিয়ত,
সমৃদ্ধ করেছে নিজেকে বিদগ্ধ ব্যাথায়-
সে তবে কি চেয়েছিল?
তুমি হয়ত ফুলেল ফাগুনের আনন্দে বিভোর,
আর ঝরা পাতার কষ্টে যার বিনিদ্র রাত-
তার কি বসন্ত আসে না কখনও?
তুমি-আমি-আমরা দিনশেষে স্বভাবতই বামে বাঁক নিয়ে ঘরে ফিরি,
আর সে রাত জেগে জেগে ডানদিকে রচে যায় নতুন পথ!