গদি চাই গদি চাই!
যদি পড়ে দরকার রক্তের নদী চাই!
(তন্ত্রফন্ত্র আর ধর্মের মন্ত্র,
প্রযত্নে রাষ্ট্র,গদি-ষড়যন্ত্র)।
প্রয়োজনে জোট বাঁধি ডানহাতি-বামহাতি,
স্বৈরশাসক কিংবা প্রাক্তন জামাতি,
পাশে যদি পাই কিবা তেঁতুল আর চাপাতি;
ভোট যদি দাও তবে কিছুরই বালাই নাই,
একশর্তে রাজি আমি নিঃশর্তে ভাই,
শুধু গদিখানা চাই!
যুবতীরা লাশ হোক রোজ ঝোপেঝাড়ে,
মেধাবীর মাথা যাক চাপাতির ধারে,
ঘটনার ঘোলাজলে জনগণ খাবি খাক,
নতুন লাশের নীচে পুরোনোটা চেপে যাক,
সুযোগ সুবিধা বুঝে অনুভূতি-মায়াজালে-
ফায়দার মাছটি তুলে নিয়ে ভাই,
আমি গদিখানা চাই!