কিছু কথা থেকে যায় অব্যক্ত আজীবন,
কিছু অপেক্ষা শেষ হয় মরনে,
কিছু মিলন বাঁধা পড়ে বিরহের জালে,
এজীবনের ব্যার্থতা থেকে যায় পরজন্মে স্বার্থক হবে বলে!
তুমি দেখে নিও পরজন্মে আমি ক্ষণজন্মা হব!
প্রতিভার মুগ্ধতায় তুমি কাছে আসবে;
ভাল লাগা নদী-মাঠ-ফুল-পাখি-চাঁদের আবহে-
যত কথা জমা আছে সব বলব তোমায়।
যদি মনে পড়ে যায় কিছু তুমি অনুতাপ কোরো না!
পোড়া হৃদয়ের আঁচে তুমি উষ্ণতা নিও,
আর শুধু একটু গঙ্গার স্নেহ দিও;
(জন্মান্তরের তাপ আর কতো সইব বলো)
আমি শীতল হব।
যদি দূরত্ব ঘুচাতে পার, যদি মিলনের সাধ জাগে-
তুমি এজনমে ফিরতে চেয়ো না,
তবে আমি আবার হারাবো তোমায়!