শটকে গেছে সুখ পাখিটা কবে
তবু লটকে রাখি চাঁদবদনে হাসি,
ঝটকা দিয়ে মন বেচারার বুকে
প্রবোধ যোগাই "এই তো ভাল আছি"।
এই তো কেমন দিব্যি আছি বেঁচে
এটাই এখন অবাক করা সুখ,
গুনে দেখা আর কটা দিন বেশী
যেচে পাওয়া আর কিছুটা দুখ!
লাভ ক্ষতিরা হিসেব পাকায় বসে
দিই না আমল, বুজিয়ে রাখি খাতা,
মাথায় ঢুকে বাগড়া দিলে বেশী
চুলোয় ঢুকাই ছিড়ে দু'চার পাতা!
দুঃখ নিয়ে বিলাষ করা বৃথা
সুখের নেশাও অন্ধ করে মন,
মন বাউলের একতারা সুর তোলে
"দুঃখ সুখের ওপারেই জীবন"।